শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ১০পিচ স্বর্ণের বারসহ আটক ২

0
178

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র সদস্যরা অভিযান চালিয়ে ১০পিচ স্বর্ণের (১ কেজি ১৬৭ গ্রাম ওজনের) বারসহ ২ পাচারকারীকে আটক করেছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দুধপাতিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে নয়ন আলী (১৮) ও নড়াইল জেলা সদরের বাহির গ্রামের জাহেদ আলীর ছেলে জাফর আলী (৫২)।

২১-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, পাচারকারীরা ভারতে স্বর্ণের একটি চালান পাচার করবে, এমন গোপন খবরে উপজেলার জামতলা নামক এলাকায় অগ্রভুলাট ক্যাম্পের সদস্যরা নজরদারি বাড়ায়। এসময় সন্দেহভাজন ওই ২ যুবক উক্ত স্থানে আসলে তাদেরকে আটক করে তল্লাশি করা হয়। পরে, তাদের মোজার ভিতরে কৌশলে লুকানো ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে তিনি জানান।