যশোর

গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: মফিকুল হাসান তৃপ্তি

নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি বলেছেন,আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে অংশ নিতে হবে। জনগণের ভোটাধিকার ফেরাতে বিএনপি আন্দোলনের পথে আছে এবং থাকবে।

তিনি আরও বলেন, শার্শার মানুষের প্রত্যাশা— তারা যেন আবারও স্বাধীনভাবে ভোট দিতে পারে। সেই গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করাই এখন আমাদের একমাত্র লক্ষ্য।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে কায়বা ইউনিয়নের চালতাবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈঠকে নারী-পুরুষসহ হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে, তৃপ্তির জনপ্রিয়তা ও বিএনপির প্রতি জনআস্থার পুনর্জাগরণ ঘটেছে এলাকায়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, উপজেলা বিএনপির তথ্য সম্পাদক আতাউর রহমান আতা, আইন সম্পাদক মশিয়ার রহমান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান ও যুগ্ম সম্পাদক ওলিয়ার রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির নেতা আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বিএনপি প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির এই উঠান বৈঠককে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মীরা জানান, তৃপ্তির প্রচারণা এখন শার্শা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু, যা আসন্ন নির্বাচনে নতুন গতি সঞ্চার করবে।

এই বিভাগের আরও সংবাদ