ঈশ্বরগঞ্জে ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত


মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ স্লোগান নিয়ে শরণখোলায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৪টায় উপজেলার চাতক রেস্টুরেন্টে অনুষ্ঠিত আয়োজন করে ‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপত্বি করেন ওয়াইপিএজির কো-অর্ডিনেটর আলো রাণী। সঞ্চালনা করেন ওয়াইপিএজির অর্ডিনেটর রাফসান আহমেদ রোমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পিএফজি-এর কো-অর্ডিনেশন ও সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএফজির পিস অ্যাম্বাসেডর প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার, সদস্য হাবিবুর রহমান, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আখতারুজ্জামান প্রমুখ।



