পূর্বাচলে ক্যারাম খেলার নামে বসেছে জমজমাট জুয়ার বোর্ড


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ পূর্বাচলের অস্থায়ী দোকানে ক্যারাম বোর্ড খেলার নামে চলছে জমজমাট জুয়ার আসর। উঠতি বয়সী তরুণ ও যুবকরা এই ক্যারামবোর্ড জুয়ায় মেতে উঠেছে। এতে ধ্বংসের পথে এগুচ্ছে তরুণ ও যুবসমাজ।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের আশপাশে বিভিন্ন মুদি দোকান, চা-স্টল, খাবার দোকানসহ উপজেলার গ্রামাঞ্চলে এই ক্যারাম বোর্ড জুয়া বসিয়ে চলছে রমরমা ব্যবসা।
জানা গেছে, পূর্বাচল উপশহরের বিভিন্ন সেক্টরে এসব দোকানগুলোতে ছত্রছায়ায় দিবারাত্রি টাকার বাজিতে চলছে ক্যারাম বোর্ড খেলা। এই খেলায় অংশ হিসাবে উঠতি বয়সী তরুণ ও যুবকদের আনাগোনা বেড়েই চলছে। বিশেষ করে, ১৫/২৫ বছর থেকে ৩০/৩৫ বছর বয়সীরা জড়িয়ে পড়েছে এই খেলায়। সর্বনিম্ন ৫০০-টাকা থেকে শুরু করে ৫০হাজার ১লক্ষ টাকার বাজিতে এই জুয়া খেলা হয়ে থাকে।এই ক্যারামবোর্ড জুয়া খেলা উপজেলায় সবখানে ছড়িয়ে পড়লেও এর প্রতিরোধে নেই কোন উদ্যোগ।
রূপগঞ্জ থানাধীন পূর্বাচল ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ক্যারামবোর্ড জুয়া খেলা বিষয়টি আমার জানা নেই, তবে এখন যেহেতু আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, ক্যারামবোর্ড জুয়া খেলা বন্ধে পুলিশ তৎপর হয়ে অভিযান পরিচালনা করবো।