ঈশ্বরগঞ্জে হুইসেল ব্লোয়ার অর্ন্তরভূক্তিকরন সভা অনুষ্ঠিত


মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবকদের হুইসেল ব্লোয়ার হিসেবে অর্ন্তরভূক্তিকরন সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবকদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তরভূক্তিকরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার, সাবেক সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, জাইকার প্রতিনিধি রেবেকা সুলতানা, স্বাবলম্বী উন্নয়ন সমিতির জেলা সমন্বয়ক ইমন সরকার, উপজেলা যুব ফোরামের উপদেষ্টা ও ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, উপজেলা যুব ফোরামের আহ্বায়ক ও উপজেলা প্রেসক্লাবে সদস্য ফয়সল আহমেদ, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইসহাক, যুগ্ম সম্পাদক সম্পাদক শরিফুল আলম, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজনসহ বিভিন্ন সমাজের সচেতন ব্যক্তিরা, স্টেকহোল্ডার এবং যুবকদের হুইসেল প্রোগ্রামে অংশগ্রহণ করেন।