নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান মাহমুদ গ্রেপ্তার


এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ জুয়েল (৪৮) কে শুক্রবার দুপুরে উপজেলার পৌর সদরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানাযায়, উপজেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম রিপার স্বামী মো. রফিকুল ইসলাম ভূঁইয়াকে কুপিয়ে জখমের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। উক্ত মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ছিলেন তিনি। এ ছাড়া একাধিক মামলার আসামি পলাতক আসামি তিনি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ গ্রেফতার তথ্যটি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল আত্মগোপনে ছিলেন। পরে শুক্রবার নান্দাইল পৌর সদরের নিজ বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নান্দাইল মডেল থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করেন।