যশোর

ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় বর্ণাঢ্য র‍্যালী

নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ছাত্রশিবির যশোর পশ্চিম শাখার উদ্যোগে উপজেলার নাভারন সরকারী হাসপাতাল মোড় থেকে এ বর্নাঢ্য র‍্যালি বের হয়ে সাতক্ষীরা মোড়ে গিয়ে শেষ হয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামি ছাত্রশিবির যশোর জেলার অফিস সম্পাদক খালিদ ইবনে খলিলের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

এসময় আরো বক্তব্য রাখেন,ইসলামি ছাত্রশিবির যশোর জেলার সাবেক সভাপতি হাফেজ রেজাউল ইসলাম,ইসলামি ছাত্রশিবিরের যশোর জেলা সেক্রেটারি ইসমাইল হােসেন,শার্শা উপজেলা ইসলামি ছাত্রশিবির সভাপতি আবুজার, বেনাপোল সভাপতি মাহাদী হাসান,ঝিকরগাছা সভাপতি জাহিদুল ইসলাম,চৌগাছার হাফেজ মেহেদী প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ৬ জন নিয়ে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button