যশোর

শার্শায় দু’মহিলা মাদক ব্যবসায়ী সহ আটক ৩

নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের শার্শায় পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল সহ মাহাফুজা খাতুন(৫০)সাবিনা আমিন মৌ(৩৭) নামে দু মাদক ব্যবসায়ী ও শাহ আলী মোল্যা নামে একজন গ্রেফতারী পরেয়ানাভুক্ত আসামীকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে শার্শা থানা পুলিশ।

আটক মাহাফুজা বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের জুলফিকার আলী জুলুর স্ত্রী,সাবিনা আমিন মৌ মুন্সিগঞ্জ সদরের ধলগা গ্রামের আমিন উদ্দীনের স্ত্রী ও শাহ আলী শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত আক্কাস আলী মোল্যার ছেলে।

পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে শনিবার রাত ৯ টার দিকে এসআই হযরত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার লাউতাড়া টু গয়ড়া গামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল সহ মাহাফুজাকে আটক করে।
পরে,রোববার সকাল ১১ টার দিকে শার্শা টু জামতলা রোডস্থ বেনেখড়ি গ্রামে পাকা রাস্তার উপর থেকে সাবিনা আমিন মৌকে ২০ বোতল ফেনসিডিল সহ আটক করে।

এদিকে একই দিন সকালে এএসআই মোজাফফর ফোর্স নিয়ে দক্ষিণ বুরুজবাগান গ্রামে অভিযান চালিয়ে জিআর পরোয়ানা ভুক্ত আসামী শাহ আলীকে আটক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button