ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ফিডিং ক্যান্সার প্রতিরোধ কর্মশালা

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে দুই দিনব্যাপী ব্রেস্ট ফিডিং ক্যান্সার প্রতিরোধ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহম্মেদ।

উক্ত ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ শীর্ষক কর্মশালা উপজেলার পঃ পঃ কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন এর সভাপতিত্বে হেল্থ ইন্সপেক্টর পুলক চন্দ্র বর্মণের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহম্মেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী কনসালটেন্ট ডা. সালমা আক্তার, সার্জারী কনসালটেন্ট ডা. মুরশেদ আলম, আবাসিক মেডিকেল অফিসার সুমাইয়া হোসেন লিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতুমাতুজ্জোহুরা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কায়সার তালুকদার প্রমুখ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button