ঈশ্বরগঞ্জে অর্থনৈতিক শুমারির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর মূল শুমারির তথ্য গণনাকারী এবং সুপারভাইজারগণের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। “অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে এ প্রশিক্ষণ কর্মসূচী পরিচালিত হচ্ছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৯ টায় উপজেলা শুমারী সমন্বয়কারী সারোয়ার আলমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ কামরুল ইসলাম, মাস্টার ট্রেইনার নাজমুল হক, আইটি সুপারভাইজার জাহিদ হাসান, সুপারভাইজার বাড়ি সুমন, রকিবুল ইসলাম শুভ, ইশতিয়াক আহমেদ ইসহাক সহ সকল গণনাকারী এবং সুপারভাইজারগণ।
উপজেলা শুমারী সমন্বয়কারী সারোয়ার আলম জানান, ৪ দিনব্যাপী শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রম চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। পরে আগামী ১০ ডিসেম্বর থেকে পূর্ণাঙ্গ শুমারির কাজ শুরু হবে এবং ২৬ ডিসেম্বর শেষ হবে।