নান্দাইলে সমবায়ীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলার রেজিস্ট্রেশন ভূক্ত বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের ভ্রাম্যমান প্রশিক্ষণ কর্মসূচীর বুধবার (৪ঠা ডিসেম্বর) শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বাবু অরুন কৃষ্ণ পালন।
এ উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে সমবায় অফিসার আবু মোঃ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাঁত তত্বাবধায় মোঃ শহীদ মিয়া, নান্দাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক চেয়ারম্যান এনামুল হক বাবুল বক্তব্য রাখেন। উল্লেখ্য, সমবায় বিভাগ সারা বছর ব্যাপী সমবায়ীদের প্রশিক্ষণ প্রদান করবেন। প্রথম দফা বিভিন্ন সমবায় সমিতি থেকে ২৫জন সমবায়ীকে প্রশিক্ষণ প্রদানের জন্য নির্বাচিত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বাবু অরুণ কৃষ্ণ পালন বলেন, এখান থেকে প্রশিক্ষণ গ্রহন করে নান্দাইলের সমবায়য়ের উন্নয়নে কাজে লাগাতে হবে। সমবায় সমিতি সমূহকে শক্তিশালী করতে হবে।