ময়মনসিংহ

কবি আব্দুল হাই মাশরেকির প্রয়াণ দিবসে স্বরণ সভা অনুষ্ঠিত

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাটি ও মানুষের কবি আব্দুল হাই মাশরেকির মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) পাঞ্জেরী সাংস্কৃতিক সংসদ ও আব্দুল হাই মাশরেকি পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ স্বরণ সভা অনুষ্ঠিত হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসানের সঞ্চালনায় পাঞ্জেরী সাংস্কৃতিক সংসদের সভাপতি এডভোকেট আজিজুল হাই সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার।

স্বরণ সভায় আরো উপস্থিত ছিলেন, কবি নাজমা মমতাজ, কবি নজরুল গ্রন্থাগারের সভাপতি কবি মোশাররফ হোসেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূইয়া মনি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, সমাজ সেবক এমদাদুল হক বাবুল, শিক্ষক ফারুক আহমেদ, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ইসহাক, সাংবাদিক ও কবি ফয়সাল আহমেদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button