নান্দাইলে নৌকার প্রার্থিতা ফিরে পেলেন আব্দুস সালাম

0
77

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -৯,নান্দাইল আসনের নৌকার মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অ:) আব্দুস সালাম এঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে মহামান্য হাইকোর্টের আপিল বিভাগ।

সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এতে নতুন করে বৈধ ভাবে নৌকার প্রার্থী সালামের প্রার্থিতা ফিরিয়ে দিলেন হাইকোর্ট।

এর আগে আব্দুস সালামের বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগ এনে আপিল দায়ের করেছিলেন আসনটির বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান। আপিলের ভিত্তিতে আসনটিতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালামের প্রার্থিতা বাতিল করেছিলেন নির্বাচন কমিশনের (ইসি)।

তবে মহামান্য হাইকোর্ট নির্বাচন কমিশনটি আপিল বিভাগ পূর্বের সিদ্ধান্ত বাতিল করেছেন হাইকোর্ট। এর ফলে নৌকা প্রতীকে তিনি নির্বাচন করতে পারবেন।