ভোলায় হারিয়ে যাওয়া ফোন ও নগদ টাকা উদ্ধার করে দিলেন পুলিশ

0
159

ইয়ামিন হোসেন: ভোলায় হারিয়ে যাওয়া ১৫ টি স্মার্ট ফোন ও ১৭ হাজার ৫১০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ই অক্টোবর) ভোলার পুলিশ সুপারের কনফারেন্স রুমে মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে জেলা গোয়েন্দা শাখার ওসি এনায়েত হোসেন এর তত্ত্বাবধানে এ এস আই আরিফুল ইসলাম বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ১৫ টি স্মার্ট ফোন ও ১৭ হাজার ৫১০ টাকা উদ্ধার করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, ওসি ডিবি এনায়েত হোসেন, এ এস আই আরিফুল ইসলাম।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সবাইকে পুরাতন ফোন ক্রয়ে কাগজপত্র যাচাই বাচাই করার অনুরোধ জানান এবং অননুমোদিত বা পুরাতন ফোন ক্রয় করতে অনুৎসাহিত করেন।

ফোনের প্রকৃত মালিক হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন।তারা ভোলা জেলার পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।