এমপি নির্বাচিত হলে প্রত্যেক সাংবাদিকদের জন্য প্লাট বরাদ্দ দিবো: নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জালাল উদ্দিন
এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা আলহাজ্ব জালাল উদ্দীন মাস্টার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রচার ও প্রচারণা নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মঙ্গলবার (১৯সেপ্টম্বর) বিকাল ৪ টায় নান্দাইল প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আলহাজ্ব জালাল উদ্দিন মাষ্টার বলেন- আমি ৩০ বছর যাবত আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ,ঘর নির্মাণ,গরিবদের মাঝে অর্থ বিতরণ করে আসছি। আমাকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়ে বিজয়ী হলে সাংবাদিকদের মাঝে একটি করে ফ্ল্যাট বরাদ্দ করে দিব।
বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার সভাপতিত্বে মাওলানা আবু রায়হান আবদীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নান্দাইল বঙ্গবন্ধু নৌকার সমর্থক গোষ্টির সাধারণ সম্পাদক রাজকাঞ্চন রেজা, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,বিএসসি আব্দুল হালিম, বীরমুক্তিযোদ্ধা এমজে সাদেক সহ প্রমুখ।
পরে আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টার কল্যান স্ট্রাস্ট ফান্ড থেকে চন্ডিপাশা ইউনিয়নের ৩০ টি মসজিদ ও ইমামদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। এবং স্থানীয় ৫০ জন সাংবাদিকের উপস্থিতিতে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টার তিনি বলেন, আমি নান্দাইলের এমপি হলে প্রত্যেক সাংবাদিককে একটি করে ফ্ল্যাট বাড়ি করে দিবো ইনশাআল্লাহ।