কবিতা: শ্রাবণ

0
289

শ্রাবণ
সুদীপ চন্দ্র হালদার

রেশমিজ্বলা হীরকদ্যুতিময় কদম মন করে উদাস,
হিজল, কেয়া, যুথিকার ঐশ্বর্যে প্রকৃতি নয়নাভিরাম,
বিলে-ঝিলে বাহারি শাপলা যেন মুক্তোর মালা,
শ্রাবণ ধারার নিবিড় গুঞ্জরনে চঞ্চল হয় হৃদ-মন।

শ্রাবণ যেন মায়াবী জলকণার স্নিগ্ধ পরশ,
বর্ণাঢ্য সাজের বাঙময় জলধারা অতি বহুরূপি,
ঝমঝম, ইলশেগুঁড়ি, ঝড়ের সাথে মুষলধারায়,
টিপটিপ বর্ষণে নুপুরের নিক্কণ ধ্বনিতে শ্রাবণ ধারা।

ঘাসের ডগায় বর্ণিল ফড়িংয়ের অপরূপ বিচরণ,
প্রজাপতির উড়ন্ত পালকের সড় সড় শব্দ,
আচমকা বৃষ্টির তাড়া খেয়ে পলায়নরত তরুণী,
কী নিরুপম শ্রাবণের মায়াবী ঝলক!

শ্রাবণ ধারা যেন রাশি রাশি কাঞ্চন দানা,
নদীর বুকে নেমে আসে অপ্সরীর ছায়া,
অধরে অধরে বর্ষার জলের চুম্বন,
এক অমোঘ উচ্ছ্বাসের অমিয়ধারায় শ্রাবণ।

মাছরাঙা, ফিঙে, ধবল বকের ওড়াউড়ি,
আমন ধান রোপণ আর পাটের আশঁ ছাড়াতে ব্যস্ত কিষাণ,
রৌদ্রকে সাথে নিয়ে খেলায় মাতে মেঘের ভেলা,
বর্ণালি হয় শ্রাবণ আকাশ মেঘ-বৃষ্টির রৌদ্রছায়ায়।

শ্রাবণ ধারার সমান্তরালে শোনা যায় জীবনের ধ্বনিপুঞ্জ,
বুনো উল্লাসে মনে করিয়ে দেয় রঙ্গমঞ্চের রঙ্গ,
শ্রাবণ ধারায় বুকে বাজে প্রেয়সীর মুগ্ধতাময় নাম,
বারিষ শব্দের মিতালীতে ঐ আসে বুঝি প্রিয়তম প্রিয়ার।