কবিতা: কিছু বছর

0
174

কিছু বছর
সালমা আক্তার!

হাজার বছর না বেঁচে,
কিছু বছর বাঁচো।
এমন কাজ করে যাও,
স্মৃতির পাতায় লিখো।
পরপারে চলে গেলেও,
সবাই মনে রাখে যাতে।

এমন কাজ করে যাও,
পরোপারের দেশে।
যাতে সবাই,
তোমায় ভালোবাসে।
খারাপ কাজ করে,
হাজার বছর বাঁচার মূল্য নেই।

একটি ভালো কাজ,
সারা জীবন তোমায় দিবে ঠাই।
মানুষ তো মরণশীল,
মরতেই হবে।
ভালো কাজ করে যাও,
সবার মনে হবে।

লেখক: শিক্ষার্থী
নাজিউর রহমান কলেজ,
পরানগঞ্জ, ভোলা।