কবিতা: আলোর ঠিকানা

0
126

আলোর ঠিকানা
সুদীপ চন্দ্র হালদার

আলোর ঝলকানিতে চোখ ঝাপসে যায়,
লাল, নীল, হলুদ কত শত রঙের আলো,
ঐশ্বর্যের ছোঁয়াতে আহ্লাদিত আমরা,
তবু আলোর ঠিকানা খুঁজে পাওয়া যে বড় দায়!

আলেয়া নাকি আলো(!) বুঝতে কষ্ট হয়,
রঙ-মন-ঢং সবই বুঝি কৃত্রিম, হায়!
রোবট নাকি মানুষ, আলেয়া নাকি আলো নকল,
তবে কি চর্মচক্ষুই নকল আলেয়ার ঝংকারে!

আলোর বিচ্ছুরণে আলেয়ার দাপট, স্বার্থ ছাড়া কেউ চলেনা,
স্বার্থপরকে বলি বুদ্ধিদীপ্ত, নিঃস্বার্থ ব্যক্তি হয় বোকা,
চিঠি, স্ট্যাম্প, ডাকটিকিট প্রায় অবলুপ্ত,
মেসেঞ্জার, ইমু, হোয়াটসঅ্যাপে চলছে প্রতারণা!

আলো, আলো, আলোর ঠিকানা চাই,
আলোতে আলোকিত হোক হৃদ-মন-অন্তর,
পবিত্র আলো পৌঁছে যাক ধরিত্রীর সবখানে,
আলোর দিশায় আলোকিত হোক অন্ধকার প্রান্ত!

শুদ্ধ আলোয় হোক চিত্তশুদ্ধি, হোক বিদুরিত আলেয়া,
আলোয় জৈবিক মানুষ হয়ে উঠুক মনুষ্যত্বের মানুষ,
ক্ষুদার্থ পাক অন্ন, বস্ত্রহীন পাক বস্ত্র, গৃহহীন পাক গৃহ,
জ্ঞানহীন পাক জ্ঞানালোকের সন্ধান, ধরিত্রী হোক সুষম, মানবিক।

যে আলোর স্ফুরণে ক্ষেপণাস্ত্র হয় ধ্বংস,
মানবতার কল্যাণে হয় নব সৃষ্টির উল্লাস,
যে আলোয় ছড়িয়ে পড়ুক বিবেকানন্দ-নাইটিংগেলের আদর্শ,
সে আলোর ঠিকানা খুঁজুক সবাই, আলেয়ার উন্নাসিকতা নয়।