ভোলায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলাকেটে হত্যা করল দৃর্বত্তরা

0
197

ইয়ামিন হোসেন: ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ৩নং ওয়ার্ডে ঘুমন্ত অবস্থায় ৫ সন্তানের জননীকে গলাকেটে হত্যা করেছে দৃর্বত্তরা। গতরাতে ইলিশা ৩নং ওয়ার্ডের সাজি বাড়ীতে এই ঘটনা ঘটে।নিহত কুলসুম বেগম ওই এলাকার তছির সাজীর স্ত্রী ও ৫ সন্তানের জননী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবেশী সিদ্দিক বেপারীগংদের সাথে দীর্ঘদিন যাবৎ জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধে দুই পক্ষেরই মামলা চলমান। ওই মামলায় নিহত কুলসুম বেগমের স্বামী তছির সাজী ও শ্বশুর কাদির সাজী পলাতক রয়েছে এবং বড় ছেলে হানিফ ছিলেন নদীতে, মেজো ছেলে থাকেন ঢাকায়। ছোট মেয়ে ও ছেলে কে নিয়ে প্রতিদিনের মত রাতে ঘুমিয়ে পড়েন কুলসুম। সকাল বেলায় ছোট দুই শিশু ঘুম থেকে উঠে দেখেন মায়ের গলাকাটা। শিশুদের ডাক চিৎকারে মুক্তা নামের এক স্বজন এগিয়ে এসে দেখেন গলাকাটা অবস্থায় পড়ে আছে কুলসুম। পরে খবর পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশ কে জানালে, পুলিশ এসে লাশ উদ্ধার করে ভোলার মর্গে পাঠিয়েছে।

নিহত কুলসুমের ননদ সায়রা বিবি বলেন, আমাদের সাথে সিদ্দিক বেপারীদের সাথে কয়েকদিন আগে ঝগড়া হয়েছে। তারা মামলা করেছে। মামলার পর আমার ভাই আর বাবা পালিয়ে ছিলো। এই সুযোগে তারা আমার ভাবিকে হত্যা করেছে।

নিহতের বড় ছেলে হানিফ বলেন, দুইদিন আগে সিদ্দিক বেপারীর ছেলে কাওসার আমাদের এখানে লোকজন নিয়ে দা হাতে ঘুরে গেছে। এটা মা আমাকে বলেছে। আমার মাকে সিদ্দিক বেপারী, কাওসার, কামাল ও ইব্রাহীম হত্যা করেছে বলে অভিযোগ করেন হানিফ।

এদিকে নিহত কুলসুমের পরিবারের নানামুখী কথা ও ঘরের দরজা বন্ধ থাকায় নানান প্রশ্ন জেগেছে সাধারণ মানুষের মাঝে? ঘটনার মুল রহস্য উদঘাটন করে ঘাতকদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছে এলাকাবাসী।

এদিকে নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে সিদ্দিক বেপারীর বাড়ীতে গিয়ে জানা যায় তিনি ৪দিন ধরে অসুস্থ্য অন্যদিকে কামাল হোসেন পঙ্গু হয়ে বাসায় চিকিৎসাধীন।

সিদ্দিক বেপারী জানান, ঘটনার সাথে যে-ই জড়িত থাকুক না কেনো, তার যেন সব্বোর্চ শাস্তি হয়।
ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন জানান, নিহত কুলসুম বেগমের পরিবারের সাথে প্রতিবেশীদের সাথে বিরোধ রয়েছে। তবে এই মর্মান্তিক ঘটনা কি ভাবে ঘটছে সেটা আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তেই বেড়িয়ে আসবে।

ভোলা সদর থানার ওসি শাহীন ফকির বিপিএম বলেন, আমরা কাজ করছি, খুব দ্রুতই রহস্য উদঘাটন করা হবে।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রহস্য উদঘাটন করতে জেলা পুলিশ, সিআইডিসহ কয়েকটি টিম কাজ করছে। ঘটনার সাথে যারাই জড়িত রেহাই পাবে না।