পোরশায় ক্ষীরা চাষে সফল আব্দুর রহিম

0
145

ইসমাইল হোসেন, পোরশা, নওগাঁ প্রতিনিধিঃ উপজেলার অনেক খিরা চাষী বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন। এখন পোরশা উপজেলার মাটিতে বিভিন্ন ফল চাষ হচ্ছে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এসে দেখা যায় ৮৫ জন কৃষক ৬ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন ফল ক্ষীরা চাষ করেছেন।

এবার খিরার দাম বাজারে ভালো দেখা যাচ্ছে। এ দাম থাকলে খরচ বাদ দিয়ে তারা ভালো লাভ হবে বলে বিভিন্ন কৃষকের সাক্ষাৎকারে জানা যায়।

কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমারের সাক্ষাতে জানা যায় এ উপজেলার মাটির খিরা চাষে যথেষ্ট উপযুক্ত। এইবার তাদের সহযোগিতায় ৮৫ জন চাষী এ ক্ষিরা চাষে উদ্বুদ্ধ হয়েছেন।

উপজেলার আব্দুর রহিম বাবু নামে এক উদ্যোক্ত গাংগুরিয়া ইউনিয়নের পলাশবাড়ী মৌজা নয় বিঘা চাষ করে সফল হয়েছেন। তার খিরা খেতে ছয় থেকে সাত জন দিনমজুর কাজ করছেন। তিনি বলেন খরচ বাদে এবার চার থেকে পাঁচ লাখ টাকা লাভ হবে বলে আশা করছেন। ক্ষীরার বাজার ও ভালো আছে বলেও তিনি উল্লেখ করেন।
ইসমাইল হোসেন