ভোলার ইলিশা ইউনিয়ন বিএনপির নয়া কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা দিয়ে বিক্ষোভ

0
153

ইয়ামিন হোসেন: ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়ন বিএনপির নয়া কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা দিয়ে ঝাড়ু মিছিল করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। শনিবার বিকালে ভোলা লক্ষ্মীপুর মহাসড়কে কয়েকশ বিএনপির নেতাকর্মীরা নয়া কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেন। এসময় অনেক নেতাকর্মীদের হাতে ঝাড়ু দেখা গেছে।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, রাতের আধারে অযোগ্য ব্যক্তিদের দিয়ে পূর্ব ইলিশা বিএনপির কমিটি দেওয়া হয়েছে। যারা দীর্ঘদিন পদে থেকেও রাজপথে ছিলেন না, তাদের আবারো কমিটিতে যোগ্য স্থান দিয়ে ত্যাগী নেতাকর্মীদের অমূল্যায়ন করা হয়েছে।

রাতের আধারের কমিটি বিলুপ্তি করে ত্যাগী যোগ্যদের মাধ্যমে কমিটি করার দাবী জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সাবেক যুবদল সভাপতি ইকবাল হাওলাদার, খায়রুল মিয়া,যুগ্ম আহ্বায়ক কামাল সিকদার, ভারপ্রাপ্ত সভাপতি সম্রাট হাওলাদার,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী মোশারেফ হাওলাদার, যুবদল নেতা সামিম, জুয়েল,কৃষকদল নেতা মহসিনপ্রমুখ।

এ বিষয়ে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন বলেন, পূর্ব ইলিশাতে আমরা সাবেক কমিটিই বহাল রেখেছি নতুন কিছু নেতাকর্মী যোগ্যতার ভিত্তিতে কমিটিতে স্থান পেয়েছে।

উল্লেখ ঃ গত বছরের ১ অক্টোবর সাবেক সভাপতি এম এ জাহের সাধারণ সম্পাদক কালাম মেম্বার ও সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন কে পূর্নরায় বহাল রেখে ১১৭ সদস্য কমিটি ঘোষণা করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব। ওই কমিটিতে তারিখ গত বছরের হলেও প্রকাশ হয়েছে চলতি বছরের ১০ই জানুয়ারীতে।