মানিকগঞ্জ বাজার হরিসভা কমিটির উদ্যোগে ৭০তম নামযজ্ঞ মহোৎসব শুরু

0
210

রনজিত কুমার পাল (বাবু)মানিকগঞ্জ থেকে: মানিকগঞ্জ বাজার হরিসভা কমিটির উদ্যোগে দেশমাতৃকা ও বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় ৭০তম বাৎসরিক ৪০ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন,অষ্টকালীন লীলাকীর্তন ও মহোৎসব উদযাপন উপলক্ষে ১৪ই ডিসেম্বর বুধবার থেকে শুরু হওয়া১৮ দিনব্যাপী সায়ান্হে ধর্মীয়পাঠ যথাক্রমে –

শ্রীমদভগবদগীতা পাঠ (৬দিন),বেদ বিষয়ক আলোচনা(১ দিন), শ্রীমদ্ভাগবত পাঠ (৭দিন) ও শ্রীচৈতন্য চরিতামৃত (৪দিন) পাঠান্তে ৩১মে ডিসেম্বর নামযজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গল ঘট স্হাপনের মধ্য দিয়ে ৭০তম বাৎসরিক নামযজ্ঞ মহোৎসব এর ৪০ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন শুরু হয়েছে মানিকগঞ্জ ঐতিহ্যবাহী শ্রীশ্রী লক্ষ্মী মন্ডপস্হ নাট- মন্দিরে ইংরেজি নববর্ষের প্রথমদিন ১লা জানুয়ারি -২০২৩ রোজ রবিবার ভোর থেকে নামযজ্ঞ চলবে ৫ই জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত।

৪০ প্রহর ৫দিন হরিনাম সংকীর্তন অন্তে ৬ই জানুয়ারি শুক্রবার রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন শেষে ৭ই জানুয়ারি শনিবার দ্বি-প্রহরে শ্রীমন্ মহাপ্রভুর ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরন।

৭ই জানুয়ারি রবিবার নগর কীর্ত্তন,কুঞ্জভঙ্গ ও মোহন্ত বিদায় এর মধ্য দিয়ে ২৫ দিনব্যাপী সমাপ্তী ঘটবে এবারের ৭০তম নামযজ্ঞ উৎসবের।

হরিনাম সংকীর্তনে নামসুধা পরিবেশনায়-
গৌরবাণী সম্প্রদায় (ঝিনাইদহ)
গোকুল কৃষ্ণ সম্প্রদায় (গোপালগঞ্জ)
নিতাই-গৌর সম্প্রদায় (মানিকগঞ্জ)
শান্তি নিকেতন সম্প্রদায় (মানিকগঞ্জ)
পতিত পাবন সম্প্রদায় (যশোর)
বিষ্ণু প্রিয়া সম্প্রদায় (মাদারীপুর)
লক্ষ্মী নারায়ণ সম্প্রদায় (মানিকগঞ্জ)

রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন পরিবেশনায়-
শ্রী দুলাল চক্রবর্তী (টাঙ্গাইল)
শ্রী বণীমাধব দাস ব্রহ্মচারী (নওগাঁ).
শ্রী অমল ব্যানার্জী (ফরিদপুর)

মানিকগঞ্জ বাজার হরিসভা কমিটির সভাপতি মহোদয় বলেন দেশমাতৃকা ও বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় ১৪ই ডিসেম্বর বুধবার থেকে শুরু হওয়া১৮ দিনব্যাপী সায়ান্হে ধর্মীয়পাঠ যথাক্রমে -শ্রীমদভগবদগীতা পাঠ (৬দিন),বেদ বিষয়ক আলোচনা(১ দিন), শ্রীমদ্ভাগবত পাঠ (৭দিন) ও শ্রীচৈতন্য চরিতামৃত (৪দিন) পাঠান্তে ৩১মে ডিসেম্বর নামযজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গল ঘট স্হাপনের মধ্য দিয়ে ৭০তম বাৎসরিক নামযজ্ঞ মহোৎসব এর ৪০ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন শুরু হয়েছে মানিকগঞ্জ ঐতিহ্যবাহী শ্রীশ্রী লক্ষ্মী মন্ডপস্হ নাট- মন্দিরে ইংরেজি নববর্ষের প্রথমদিন ১লা জানুয়ারি -২০২৩ রোজ রবিবার ভোর থেকে নামযজ্ঞ চলবে ৫ই জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত।এ’সনাতনী মহাযজ্ঞের প্রতিটি পর্বে স্বজন,স্ববান্ধব স্নিগ্ধ সুন্দর আগমন উৎসবের শুভাবর্ধন,আনন্দ, ও পদরেনু প্রদান,প্রসাদসেবা গ্রহণ এবং আপনাদের ঐকান্তিক সহানুভূতির স্পর্শে সার্থক হউক আয়োজিত আমাদের এ”অনুষ্ঠান।সবাইকে আবারো জানাই সাদর আমন্ত্রণ।