দেশজুড়ে

কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক গাঁজাসহ আটক-১

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) কর্তৃক ৯৭০ গ্রাম গাঁজাসহ ০১ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) এক প্রেস বিঙ্গপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত (২৩ মার্চ) আনুমানিক রাত ৮ টায় কোষ্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক খুলনা জেলার পাইকগাছা থানার অন্তর্গত শিববাড়ি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৯৭০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী কে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি খুলনা জেলার পাইকগাছা থানার শিববাড়ী গ্রামের মনিন্দ্র মন্ডল এর ছেলে সুশান্ত মন্ডল (২৭)। জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button