ডোমারে কমিউনিটি ক্লিনিকে গণ টিকা কর্মসূচির উদ্বোধন

0
94

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জেলার ডোমার উপজেলায় কমিউনিটি ক্লিনিক ভিত্তিক কোভিড -১৯ গণটিকা কর্মসূচি শুভ উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছে। আজ শনিবার (৬ নভেম্বর) উপজেলায় গণটিকা কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা জানাব ডা. মোঃ রায়হান বারী।

জানাব ডা. মোঃ রায়হান বারী বলেন, করোনার ১ম ডোজ সিনোফাম ডোজ ম্যাসেজ ছাড়াই ডোমার উপজেলার প্রতিটি ইউনিয়নের ২০ টি কমিউনিটি ক্লিনিকে কোভিড -১৯এর অনলাইন কাড দিয়ে গনটিকা দেওয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- মেডিকেল অফিসার (এমওডিসি) জনাব ডাঃ আবুল আলা, হেল্থ ইন্সপেক্টর (ইনচার্জ) জনাব মোঃ বেলাল উদ্দিন, এমটি ইপিআই জনাব মোঃ হাবিবুর রহমান, JANO প্রকল্পের উপজেলা ম্যানেজার জনাব শরিফ আহমেদ, স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল আমিন রহমান।