রাজধানী

মিরপুরে বিস্ফোরণ, চিকিৎসাধীন ৩ জনের মৃত্যু

রাজধানীর মিরপুর-১১ নম্বরের সি ব্লকে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৭ জনের মধ্যে ৩ জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত তাদের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তৈয়ব আলী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবাসিক সার্জন আরটিভি নিউজকে জানিয়েছেন, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মোট তিন জন মারা মারা গেছেন। ঘটনার পর থেকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে ভর্তি ছিলেন তারা। বৃহস্পতিবার রাতে প্রথমে রিনা আক্তার (৫০) মারা যান। এরপর রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুমন (৪০) ও শফিকুল ইসলাম (৩৫) জন মারা যান। সফিকুল ইসলামের শরীরে ৮৫ শতাংশ পোড়া ছিল ও সুমনের শরীরে ৪৫ শতাংশ পোড়া ছিল। বাকিদের অবস্থায় আশংকাজনক।

তিনি আরও জানান, বর্তমানে শিশুসহ ৩ জন ফিমেল এইডিইউতে চিকিৎসাধীন আছেন। অপর একজন আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার দিবাগত রাত একটার দিকে মিরপুর ১১ নম্বরে ৬তলা ভবনের নিচ তলায় গ্যাস লাইন মেরামতের সময় আগুন জ্বালিয়ে চুলা পরীক্ষার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে বলে জানান ভবনের মালিক রফিকুল ইসলাম।

দগ্ধরা হলেন- নওশীন (৫), শফিক (৩৫), সুমন ( ৪০), রওশন-আরা (৭০), রিনা (৫০), নাজনীন (২৫) ও রেনু (৩৫)।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button