দেশজুড়ে

জৌলুশ হারিয়েছে সুন্দরগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জ

এম এ মাসুদ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ আবর্জনা, আগাছা, ভাঙা বাউন্ডারি আর ছেঁড়া ভূগর্ভস্থ লাইন দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে গাইবান্ধার সুন্দরগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জ।

জানা যায়, উপজেলা সদরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বাহিরগোলা মোড়ের দক্ষিণ পাশে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্বপাশে মূল রাস্তার ধারে ১৯৮৭ সালের দিকে উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্য ৮৫ শতাংশ জমির নির্মিত হয় সুন্দরগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জ। উঁচু টাওয়ার, চারদিকে বাউন্ডারী ওয়াল আর একটি দোতলা ভবন নিয়ে যাত্রা শুরু করে এক্সচেঞ্জ অফিসটি। টাওয়ারের চুঁড়ায় জ্বলতো লাল বাতি, যা রাতের আঁধারে হয়ে উঠতো আরো আকর্ষণীয়। আপনজনদের সাথে কথা বলার জন্য প্রত্যন্ত এলাকা থেকে ভিড় জমাতো অনেকেই।

যোগাযোগ ব্যবস্থার উন্নতি বা মোবাইল ফোন সেবা চালু হওয়ায় ২০০৫ সালের দিকে এক্সচেঞ্জ অফিসটি হারাতে থাকে তার পুরোনো ঐতিহ্য। সঠিক পরিচর্যা আর দেখভালের অভাবে হয়ে পড়েছে আবর্জনার স্তূপ।

সরেজমিনে দেখা যায়, মূল ফটকের পশ্চিম পাশে তিন নম্বর কেবিনেটের সাথে, পূর্ব পাশে বাউন্ডারীর ভিতরে পুরো অংশ এবং পশ্চিম পাশে আবর্জনার স্তূপ গড়ে উঠেছে। এছাড়া বাউন্ডারী ওয়ালের ভিতর চারপাশে রয়েছে ঘন আগাছা। অফিসের উত্তর-পশ্চিম পাশে রয়েছে খড়ের গাদা। বছর পাঁচেক আগে বাউন্ডারীর তিন দিকে ছয়টি স্থানে ভেঙে পড়েছে ওয়ালের ইট। লাইটিং ব্যব্স্থা না থাকায় সন্ধ্যা হলেই নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। ফলে একসময় যা ছিল দৃষ্টি নন্দন, এখন জৌলুশ হারিয়ে সেখানে সৃষ্টি হয়েছে ভুতুড়ে পরিবেশ।

এদিকে, পৌরসভার ড্রেন নির্মাণ করার সময় পুলিশ স্টেশনের সামনের ১ নম্বর কেবিনেট ও ভূগর্ভস্থ ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ায় সরিয়ে নেয়া হয়েছে ওই কেবিনেটটি। উপজেলায় মোট টেলিফোন সেবা গ্রহণকারীর সংখ্যা প্রায় ২৫০ টির মত থাকলেও বর্তমানে কাগজে কলমে রয়েছে ১৭০ টি। আর বিভিন্ন সরকারী-বেসরকারী অফিসে প্রায় ৪৮ টি টেলিফোন থাকলেও বর্তমানে সচল রয়েছে মাত্র ৮টি।

অপর দিকে ডাকবাংলো সেতুতে থাকা প্রায় ১৫০ মিটার ক্যাবল চুরি হওয়ায় মীরগঞ্জ বাজারের টেলিফোন সেবা বন্ধ রয়েছে বলে অফিস সূত্র জানায়।

অফিসে দায়িত্বরতদের সাথে কথা হলে তারা বলেন, ‘আশপাশের বাসা, বাড়ি ও বিভিন্ন দোকানের ব্যবহৃত ময়লা নিষেধ করলেও এখানে ফেলা হয়। এর আগে পৌর কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি, কোনো কাজ হচ্ছে না।
বিটিসিএল গাইবান্ধার উপ-সহকারি প্রকৌশলী রেজাউল করিম বসুনিয়া বলেন, ‘গত জুন মাসে চার বাউন্ডারী ওয়ালের দৈর্ঘ্য কত মিটার তা নেয়া হয়েছে। এর বেশি কিছু তিনি জানেন বলেও যোগ করেন ওই কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button