দেশজুড়ে
গাজীপুরে করোনায় মারা গেলেন আরও ৯ জন
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সন্ধ্যায় সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘নতুন শনাক্তদের মধ্যে গাজীপুর সদরে ৯০ জন, কালীগঞ্জে ২৫ জন, কালিয়াকৈরে ১৫ জন, কাপাসিয়ায় ৪৮ জন ও শ্রীপুরে ৩২ জন।’
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত জেলায় এক লাখ আট হাজার ৪১৮ জনের নমুনা পরীক্ষায় ১৯ হাজার ৬৩৪ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুর সদরে ১১ হাজার ৯৫২ জন, কালীগঞ্জে এক হাজার ৪৪৩ জন, কালিয়াকৈরে এক হাজার ৯৯৭ জন, কাপাসিয়ায় এক হাজার ৭০৪ জন ও শ্রীপুরে দুই হাজার ৫৩৮জন আক্রান্ত হয়েছেন।’ জেলায় এখন পর্যন্ত প্রাণঘাতী করোনা আক্রান্ত হয়ে ৩৬৪ জন মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ১৭৫ জন।