ছাত্রজীবন

0
118

ছাত্রজীবন
শাইখ আবু আবরার

ছাত্রজীবন সুখের নয়,
অধ্যবসায় ছাত্রজীবনের পরিচয়।
ছাত্রজীবনে করিও না তুমি খারাপ কাজ,
ভালো হও,নিয়মিত পড়ো নামাজ।

অনুসরণ করো বিশ্বের বড় বড় মনিষীদের-
যেভাবে পরিচালিত করেছিলো জীবন তাদের।
ছাত্রজীবনে সর্বগুণে হওরে আগুয়ান,
তবেই তুমি খুজে পাবে জীবনের জয়গান।

ছাত্রজীবনের সময় অতীব গুরুত্বপূর্ণ,
সময়ের সদ্ব্যবহারে জীবন করো ধন্য।
ছাত্রজীবনে সময় নষ্ট করো না-
অহেতুক কাজ করে,
যা অতীত হলে পাওয়া যায় না কভু ফিরে।

ছাত্রজীবনে মেনে চলো পিতামাতার মত,
তবেই তুমি খুঁজে পাবে উজ্জ্বল ভবিষ্যৎ।