টাঙ্গাইল

মির্জাপুরে ফুটবল ফাইনালে সাভার এ. জে. স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

রাব্বি ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের মির্জাপুরে ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে সাভার এ. জে স্পোর্টিং ক্লাব (১-০) গোলে ঢাকার আদাবর ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার (০৭ নভেম্বর) বিকেলে উপজেলার গেড়ামারা গোহাইলবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে এ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয়। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গেড়ামারা গোহাইলবাড়ি একতা সংঘ এ খেলার আয়োজন করে। এতে ম্যান অব দ্য ম্যাচ হয়ে পুরষ্কার গ্রহণ করেন, বিজয়ী দলের খেলোয়াড় হাবিবুর রহমান হাবিব। খেলার দ্বিতীয়ার্ধে ১ গোল করে এ. জে স্পোর্টিং ক্লাব সাভার। পরে প্রতিপক্ষ দল আর কোনো গোল পরিশোধ না করতে পারায় তারা বিজয় লাভ করেন।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও সাবেক এমপি আবুর কালাম আজাদ সিদ্দিকী। খেলার উদ্বোধন করেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম। খেলার পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ¦ হোসাইন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডিগ্রী।

এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ, সহসভাপতি ডি এম শওকত আকবর, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফসহ উপজেলা জেলা ও স্থানীয় বিএনপির ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী দলের হাতে ১ লক্ষ টাকা পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ