তরঙ্গ নিউজে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন, ইউএনও’র আকস্মিক অভিযান


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুর-আলিপুর মৎস্য বন্দরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ ধরা, বিক্রি ও বাজারজাতকরণের ঘটনায় সংবাদ প্রকাশের পর অবশেষে তৎপর হয়েছে প্রশাসন।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ স্বশরীরে বন্দর এলাকা পরিদর্শন করেন। তিনি আড়ত, ট্রলার ঘাট ও বাজার ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ব্যবসায়ীদের জাটকা ধরা ও বিক্রি বন্ধে কঠোরভাবে সতর্ক করেন।

এর আগে “জাটকা ইলিশ নিষেধাজ্ঞায় নেই কার্যকরী পদক্ষেপ সয়লাব মৎস্য বন্দর, অভিযান শুধু সড়কে” শিরোনামে তরঙ্গ নিউজ অনলাইনসহ বেশ কয়েকটি নিউজ পোর্টালে প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকারি নিষেধাজ্ঞা চলমান থাকা সত্ত্বেও বন্দরের আড়তগুলোতে প্রতিদিন প্রায় অর্ধকোটি টাকার জাটকা কেনাবেচা হচ্ছে, অথচ প্রশাসনের অভিযান কেবল মহাসড়কে সীমাবদ্ধ। সংবাদ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই প্রশাসনের পক্ষ থেকে সরেজমিন তৎপরতা দেখা যায়।
ইউএনও কাউসার হামিদ বলেন, ‘ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের আরোপিত নিষেধাজ্ঞা কঠোরভাবে পালন করা হচ্ছে। নিষেধাজ্ঞার সময় কেউই অপরিপক্ব ইলিশ (জাটকা) ধরতে পারবে না। মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জেলেদের বৈধ মাছ ধরায় উৎসাহিত করা ও সচেতনতা বাড়াতে নিয়মিত নজরদারি করা হচ্ছে।’



