কালিহাতীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত


জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে কালিহাতী শহীদ শফি সিদ্দিকী তোরণ সংলগ্ন স্থানে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহর আলী’র সভাপতিত্বে এবং কৃষিবিদ এস.এম.এ খালিদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা লুৎফর রহমান মতিন।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল, ডক্টরস এসোসিয়েশনের নেতা ডা. শাহ আলম তালুকদার, অধ্যাপক এ.কে.এম. আব্দুল আওয়াল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, কোকডহরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন খান মিন্টু, বিএনপি নেতা মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, সাবেক যুগ্ম আহবায়ক ফিরোজ মিয়া, পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার আলী রাজা, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, ছাত্রদল নেতা রকিব হোসেন মোল্লা, সৈয়দ সোহাগ, সাব্বির হোসেন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন বলেন, জনগণ এখন পরিবর্তনের অপেক্ষায়। দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। আগামী নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন।
সভায় বক্তারা দলীয় ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম জোরদারের আহ্বান জানান। শেষে দলীয় স্লোগানে মুখরিত হয়ে সভা স্থল পরিণত হয় নেতা-কর্মীদের মিলনমেলায়।



