টাঙ্গাইল

মির্জাপুরে টিআরসি ৫৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

রাব্বি ইসলাম, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইলে ৫৬তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে পিটিসি’র প্যারেড গ্রাউন্ডে এই আয়োজন করা হয়। এতে ৬২৩ জন টিআরসি অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন ও বক্তৃতা করেন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন। পরে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তিনি।

এর আগে অতিরিক্ত আইজি এ কে এম আওলাদ হোসেন প্রশিক্ষণার্থী পুলিশ কনস্টেবলদের উদ্দেশে বক্তৃতায়, প্রশিক্ষণলব্ধ জ্ঞানের উৎকর্ষতা, সততা, নিষ্ঠা, একাগ্রতা কর্মজীবনে প্রয়োগ ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জনগণের আস্থা, অর্জনে ব্রতী হওয়ার নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে পিটিসি টাঙ্গাইলের কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলম, অতিরিক্ত ডিআইজিবৃন্দ, মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলামসহ পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তা, সামরিক-বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, নবীন কনস্টেবলদের পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ