ময়মনসিংহ

জবানবন্দীতে চোর চক্রের জট খুললো: পিকআপসহ ৪ জন আটক

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গরু চুরির একটি চাঞ্চল্যকর মামলার তদন্তে আন্তঃজেলা চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীদের দেখানোমতে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ০৩ (তিন)টি গরু, চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি এবং বিভিন্ন সরঞ্জাম। এ ঘটনায় পলাতক রয়েছেন আরও এক আসামী।

পুলিশ সূত্রে জানা যায়, গত ০২/১০/২০২৫ তারিখে ঈশ্বরগঞ্জ থানায় একটি গরু চুরির মামলা (মামলা নং-০১, ধারা-৪৫৭/৩৮০/৩৪ পেনাল কোড ১৮৬০) রুজু হয়। মামলাটির তদন্তভার গ্রহণের পর পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে প্রাথমিকভাবে ০২ (দুই) জন সন্দেহভাজনকে গ্রেফতার করে।

তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রধান আসামী গ্রেফতার পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার গাছা থানা এলাকা থেকে চক্রের মূল সদস্যদের মধ্যে অন্যতম আসামী রুহুল আমীন (২৮), পিতা-সিরাজ, সাং-বাগান, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। রুহুল আমীনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী মোঃ বেলাল হোসেন (৩০)-কে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়িসহ গ্রেফতার করা হয়। এ সময় গাড়িতে থাকা চুরির কাজে ব্যবহৃত লোহার রড, দা, শাবল, লোহার পাইপ ও গরু বাঁধার রশিও জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃত রুহুল আমীন গত ১১/১০/২০২৫ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ হলে তিনি নিজের দোষ স্বীকার করে ফৌজদারী কার্যবিধি-এর ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দী প্রদান করেন। তার দেওয়া স্বীকারোক্তিতে চক্রের আরও ৫ (পাঁচ) জন সদস্যের নাম প্রকাশ পায়।

উক্ত জবানবন্দীর ভিত্তিতে পুলিশ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ বেলাল হোসেন (৩০) (যিনি পূর্বে পিকআপসহ গ্রেফতার হয়েছিলেন), সবুজ মিয়া (৩৯), কাইয়ুম (৪৮) এবং মোঃ মকবুল হোসেন (৩৫)-কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত এই আসামীদের দেখানোমতে অভিযান চালিয়ে চুরি যাওয়া ০৩ (তিন)টি গরু উদ্ধার করা হয়। মামলাটির সুষ্ঠু তদন্ত ও চক্রের বাকি সদস্যদের অবস্থান জানার জন্য গ্রেফতারকৃত এই চার আসামীর জন্য ০৭ (সাত) দিনের রিমান্ড চেয়ে আজ, ১২/১০/২০২৫ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, ” উল্লিখিত অপর আসামী মাসুদ মিয়াকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে দ্রুত গ্রেফতার এবং চুরি যাওয়া বাকি মালামাল উদ্ধারের জন্য আমাদের জোর প্রচেষ্টা অব্যাহত আছে।” পুলিশ আশা করছে, রিমান্ড মঞ্জুর হলে এই আন্তঃজেলা গরু চুরির চক্র সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে এবং এই চক্রের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা সম্ভব হবে।

এই বিভাগের আরও সংবাদ