ময়মনসিংহ

ভালুকায় রাফি চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য রাফি উল্যাহ চৌধুরীর বিরুদ্ধে সোশাল মিডিয়ায় প্রপাগান্ডা, অপপ্রচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভালুকার ছাত্র জনতার আয়োজনে, সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ভালুকা প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রাফি উল্যাহ চৌধুরী ভালুকা ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান। তিনি ভালুকায় রাজনৈতিক, সাংস্কৃতিক, বিনোদন ও বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। এতে দিনদিন রাফি উল্যাহ চৌধুরীর জনপ্রিয়তা বাড়ছে। একটি কুচক্রী মহল তার জনপ্রিয়তায় ঈশ্বার্নিত হয়ে তার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ও নামে-বেনামে সংবাদ মাধ্যমে প্রপাগান্ডা ছড়াচ্ছে। এইসব কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

এসময় বক্তব্য রাখেন স্থানীয় স্কুল শিক্ষক আশরাফুল আলম, ভালুকা উপজেলা মহিলা দলের নেত্রী নাসরিন সুলতানা চায়না, ভালুকা সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তুষার। এছাড়াও শ্রী রতি চন্দ্র বর্মন সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ