বান্দরবান

উন্নয়নের ছোঁয়া দিয়ে বান্দরবান পৌরসভার দৃশ্যপট পাল্টে দিয়েছেন পৌর প্রশাসক এস এম মঞ্জুরুল হক 

রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি : অতীতের সকল কিছু পরিবর্তন করে উন্নয়নের ছোঁয়া দিয়ে পাল্টে দিয়েছে বান্দরবান পৌরসভার সম্পূর্ণ দৃশ্যপট যা বান্দরবানসীর কাছে ভবিষ্যতে স্মরণীয় হয়ে থাকবে। তারই ধারাবাহিকতায়
বান্দরবান পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ১০ জন সেরা করদাতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

৬ অক্টোবর সোমবার সকালে বান্দরবান পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে পৌর প্রশাসক এস এম মঞ্জুরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শামিম আরা রিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নুরুল আমিন চৌধুরী আরমানসহ পৌর পরিষদের ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ অনেকে।

পৌর প্রশাসক এস এম মঞ্জুরুল হক জানান, নিয়মিত পৌরকর পরিশোধ করে যারা শহরের উন্নয়নে ভূমিকা রাখছেন, তাদের উৎসাহিত করতেই এই সম্মাননা প্রদান করা হয়েছে। নির্বাচিত করদাতাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

পৌরসভার এ ধরনের উদ্যোগে কর প্রদানে নাগরিকদের উৎসাহ বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। অনুষ্ঠান শেষে পুরস্কারপ্রাপ্ত করদাতারা এমন স্বীকৃতিকে সম্মানজনক ও অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেন।

এ সময় পৌর প্রশাসক এস. এম. মঞ্জুরুল হক বলেন,”আমরা বান্দরবান পৌরসভার সামগ্রিক দৃশ্যপট বদলে দিতে সচেষ্ট। একসময় পৌরসভার কর্মচারীরা নিয়মিত বেতন পেতেন না, যা ছিল তাদের জন্য একটি বড় সংকট। কিন্তু এখন তারা সময়মতো বেতন পাচ্ছেন এবং এতে তারা অত্যন্ত খুশি।

শুধু পৌরসভার কাঠামো নয়, আমরা শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও নগরায়নসহ সব ক্ষেত্রেই আমূল পরিবর্তন আনার পরিকল্পনা হাতে নিয়েছি। অচিরেই এমন কিছু উদ্যোগ বাস্তবায়ন হবে, যা বান্দরবানবাসীর মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন,এই ধরনের কার্যক্রম বান্দরবানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, পর্যটন নগরী হিসেবে বান্দরবান এক অপার সম্ভাবনার নাম। সঠিক পরিকল্পনা ও পরিচালনার মাধ্যমে এ জেলা পার্বত্য অঞ্চলের উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

সম্মাননা পেয়ে একজন বলেন আমরা এ ধরনের আগে কোনদিন পাইনি। বর্তমানে মানে পৌর প্রশাসক আমাদের সম্মানিত করেছেন যার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি তাকে। সেই সাথে তিনি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালু করেছেন যেটা বান্দরবানী কেউ কোনদিন করেনি তাই আমরা এ ধরনের মহৎ একজন ব্যক্তি কে পেয়ে অত্যন্ত খুশি। যিনি তার সৎ দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে বান্দরবানকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ