ইন্দুরকানীতে পাঁচ দফা দাবিতে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ


ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের ইন্দুরকানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার সরকারি ইন্দুরকানী কলেজ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইন্দুরকানী বাজারে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। পরে উপজেলা জামায়ত আমির মাওলানা আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমির জননেতা তাফাজ্জল হোসেন ফরিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল্লাহিল মাহমুদ, জেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, জিয়ানগর উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আমাদের পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। আমাদের দাবি হলো—জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের বাস্তবায়ন,পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন,আওয়ামী লীগসহ ১৪ দল নিষিদ্ধ ঘোষণা।
এ দাবিগুলো না মানা হলে আমরা আবারও রাজপথে নামব।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনে দুই হাজার মানুষ শহীদ হয়েছেন, তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আগামী নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইসলামী বাংলাদেশ গড়তে হবে। আগামীর সংসদ হবে বৈষম্যহীন ও সকল দলের অংশগ্রহণমূলক।”
আজকের বিক্ষোভ মিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ হাজারো সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।