বাগেরহাট

চিতলমারীতে ইসলামী আন্দোলনের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের চিতলমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলার শাখার উদ্যেগে বিক্ষোভ মিছিল পথসভার আয়োজন করেন।

চিতলমারী উপজেলা প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে পথ সভায় মিলিত হয়।

তাঃ আবুল কালাম কাজীর সভাপতিত্বে পথ সভায় ইসলামী আন্দোলনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ পথ সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বাগেরহাট ১ আসনের মনোনীত প্রার্থী মাওলানা মুজিবর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. আবুল কালাম কাজী। উপজেলা শাখার সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। জনগণের ভোটাধিকার ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশে পি.আর পদ্ধতিতে নির্বাচন চালু করা সময়ের দাবি। নিরপেক্ষতা ফিরিয়ে আনতে হলে সাংবিধানিক সংস্কার প্রয়োজন। সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ দফা দাবি উত্থাপন করেছে।

এই বিভাগের আরও সংবাদ