ইন্দুরকানীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মাসুদ সাঈদীর মতবিনিময়


ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদীর মতবিনিময় ও গন সংযোগ।
সোমবার সকাল থেকে ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়নের বিজিএস মহিলা দাখিল মাদ্রাসা, এফ. করিম আলীম মাদ্রাসা, সরকারি ইন্দুরকানী কলেজ, ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক পাইলট বিদ্যালয়, সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, পত্তাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
এছাড়া উপজেলার বিভিন্ন হাটবাজারে গণসংযোগ করেন। মাসুদ সাঈদী মতবিনিময় সভায় বলেন দূর্ণীতি মুক্ত নতুন বাংলা দেশ গড়তে হলে সৎ যোগ্য নেতৃত্ব দরকার। আমরা বাংলাদেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা না করতে পারলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা যাবে না। আমাদের নৈতিকতা বিবর্জিত সামাজিক পতন রোধ করা না গেলে একটা সুন্দর বাংলাদেশ গড়া যাবেনা। তাই কারিকুলাম শিক্ষার পাশাপাশি আমাদের নৈতিক শিক্ষা ও পারিবারিক শিক্ষা অতীব জরুরী। আপনারা সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে আগামীর উন্নত বাংলাদেশ বির্নিমানের কারিগর হয়ে উঠবেন বলে আমি বিশ^াস করি। পরে উপজেলার পত্তাশী ইউনিয়নের খেজুরতলা বাজারে স্থানীয় জামায়াত অফিস উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জমায়াত আমির মোঃ আলী হোসেন, জামায়াত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।