রাজধানী

ঢাকা-১৮ আসনের মানুষের ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি: এম, কফিল উদ্দিন আহমেদ

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা : ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক এম, কফিল উদ্দিন আহমেদ বলেছেন, ঢাকা-১৮ আসনের সর্বস্তরের মানুষের ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি। এই ভালোবাসাকে সঙ্গে নিয়েই আমরা জনগণের অধিকার আদায়ের সংগ্রামকে আগামী দিনে আরও জোরদার করতে চাই।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর, ২০২৫) বিকালে রাজধানীর উত্তরায় এম, কফিল উদ্দিন আহমেদের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও বিশাল মিছিল শহরে বের করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ এবং দলীয় কর্মসূচির অনুষ্টানের অংশ নিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া গণসংযোগকালে তিনি দুই হাত নেড়ে উপস্থিত জনসাধারণকে ধন্যবাদ জানান।

বিএনপি’র দলীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার উত্তরা ৬ নম্বর সেক্টরের পাবলিক কলেজের সামনে থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হাউজ বিল্ডিং, জসিম উদ্দিন মোড়, ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ার (চৌরাস্তা) প্রদক্ষিণ করে পুনরায় হাউজ বিল্ডিং এলাকায় এসে শেষ হয়। গণসংযোগকালে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। জুমার নামাজের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় মিছিল নিয়ে কর্মীরা কর্মসূচিতে যোগ দেন। তাঁরা বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন এবং জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। এসময় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। মিছিলের নগরীতে পরিণত হয়েছিল উত্তরা। ধানের শীর্ষ শ্লোগানে মুখরিত ছিল উত্তরা মডেল টাউন। ফলে পুরো উত্তরা এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। কর্মসূচি চলাকালে দলীয় নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করে তোলেন চারদিক। “তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে”—এই স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে জনপথ। একই সঙ্গে তারা ঘোষণা দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের জনগণ এম, কফিল উদ্দিন আহমেদকেই তাদের প্রার্থী হিসেবে দেখতে চায়।

স্থানীয় জনগণও গণসংযোগে অংশ গ্রহনকারী বিএনপি’র সমর্থকরা এ প্রতিবেদককে জানান, এম কফিল উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তাই তারা বিশ্বাস করেন, তিনি নির্বাচিত হলে এ আসনের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন। অন্যদিকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বলেন, উত্তরা আজ দেখিয়ে দিয়েছে—ঢাকা-১৮ আসনের জনগণ এম কফিল উদ্দিন আহমেদের নেতৃত্বেই ঐক্যবদ্ধ। তারা বিশ্বাস করেন, আগামী দিনে এই জনসমর্থনই হবে গণতন্ত্র পুনরুদ্ধারের মূল শক্তি।

বিএনপি’র দলীয় সূত্র জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা জনগণের মাঝে ছড়িয়ে দিতে আজ শুক্রবার রাজধানীর উত্তরা এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে জনগণকে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা ও বিএনপি’র ভবিষ্যৎ দিকনির্দেশনা সম্পর্কে স্থানীয় জনগণকে অবহিত করা হয়।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য মোতালেব হোসেন রতন, দক্ষিণখান থানার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদ মিয়া, পূব থানার আহবায়ক সদস্য শাহাদাৎ, তারেক হাসান, সাইফুল, দক্ষিণখান থানা বিএনপির নেতা সেলিম সরকার এবং বিমানবন্দর থানা ছাত্রদলের সহসভাপতি শফিকুল ইসলাম শফিকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ