দিনাজপুর

ঘোড়াঘাটে ৩৪ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা

মোঃ শফিকুল ইসলাম শফি,  ঘোড়াঘাট(দিনাজপুর): হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা। উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে মন্ডল গুলোকে সিসি ক্যামেরার আওতায় আনাসহ যাবতীয় নিরাপত্তার প্রস্তুতি গ্রহণ করেছে ঘোড়াঘাট উপজেলা প্রশাসন। গত বছর দিনাজপুরের ঘোড়াঘাটে ২৯টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। সেই হিসেবে এবছর বেড়েছে পূজা মন্ডপের সংখ্যা।

এ বছর ঘোড়াঘাট পৌরসভার ১১টি, বুলাকীপুর ইউনিয়নে ৬টি, পালশা ইউনিয়নে ৪টি ও সিংড়া ইউনিয়নের ১৩টিসহ মোট ৩৪টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পুজা উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩৪ টি মন্ডপে প্রতিমা তৈরীর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। কারিগররা হাতের নিপুণ ছোঁয়া ও মনের মাধুরী মিশিয়ে তৈরী করেছেন লক্ষী, গনেশ, দূর্গা, কার্তিক, স্বরসতী, সহ নানা ধরনের প্রতিমা। প্রতিমা গুলোতে বর্তমানে কারিগররা তুলির শেষ আঁচর আঁকতে ব্যস্ত সময় পার করছেন। ২৮ ই সেপ্টেম্বর সন্ধ্যায় ষষ্ঠী মধ্য দিয়ে পূজা শুরু হয়ে ২রা অক্টোবর বিজয়াদশমী মধ্যে দিয়ে বিসর্জন সম্পন্ন হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া জানান, শান্তিপূর্ণ পুজা উদযাপনে মন্ডপ গুলোতে সরকারি ভাবে ইতিমধ্যে ৫শ কেজি করে চালের বরাদ্দ দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্ডপ কমিটির সঙ্গে নিরাপত্তার নানা বিষয়ে আলোচনা হয়েছে। মন্ডপ গুলোতে অস্ত্রধারী পুলিশ ও আনসার সদস্য এবং লাঠিধারী পুরুষ মহিলা সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এই বিভাগের আরও সংবাদ