বান্দরবান
নিরাপত্তার পাশাপাশি বান্দরবানে পরিবেশের সৌন্দর্য বর্ধনে কাজ করছে আনসার ব্যাটালিয়ন


রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি : বান্দরবান শহরের বাস স্টেশন টানেল এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন। আজ ১০ সেপ্টেম্বর (বুধবার) সকালে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
১০ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোঃ মইনুল ইসলামের নেতৃত্বে এই অভিযানে অংশ নেন ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা লাকি বড়ুয়া, উপজেলা আনসার বিডিপি প্রশিক্ষক এসব দাসসহ অন্যান্য কর্মকর্তারা।
পরিচালক মোঃ মইনুল ইসলাম জানান, “নিরাপত্তার পাশাপাশি দেশের পরিবেশ রক্ষায় সচেতনতা গড়ে তুলতে আমরা আজকের এ উদ্যোগ নিয়েছি। পর্যটন নগরী বান্দরবানকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে আনসার সদস্যরা ভবিষ্যতেও নিয়মিতভাবে কাজ করে যাবে।



