নাভারণ সাতক্ষীরা সড়কের বাগআঁচড়া অংশে রাস্তায় খানাখন্দ,হচ্ছে যানজট ঘটছে দুর্ঘটনা


নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের নাভারন-সাতক্ষীরা সড়কের বাগআঁচড়া সাতমাইল বাজার থেকে বেলতলা আমবাজার পর্যন্ত রাস্তায় খানাখন্দে এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ তৈরি হয়েছে।এ সড়কটি প্রতিদিনই কেড়ে নিচ্ছে জনজীবনের স্বাভাবিকতা। জলাবদ্ধতা, কর্দমাক্ত গর্তের কারণে ভোগান্তির যেন শেষ নেই।হচ্ছে যানজট,ঘটছে দুর্ঘটনা।
সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন বাগআঁচড়া বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা। জিরো পয়েন্ট মোড়ে বড় বড় গর্তের কারণে বাজারে আসা মানুষজন পড়ছেন চরম বিড়ম্বনায়। বর্ষায় এই গর্তগুলোতে জমে থাকা পানি ও কাদামাটি রাস্তার চেহারাই পাল্টে দিয়েছে—দেখলে মনে হয় যেন শহরের বুকে গজিয়ে ওঠা বিশাল পুকুর!মাত্র দুইদিনের বৃষ্টিতেই জমেছে হাঁটুসমান পানি।
স্থানীয়দের অভিযোগ, সড়কের এই করুণ দশায় একটি মাঝারি বৃষ্টি হলেই পুরো রাস্তাজুড়ে হাঁটু সমান পানি জমে যায়। বিশেষ করে সাতমাইল থেকে বেলতলা পর্যন্ত বাজার এলাকায় কোথাও কোথাও পথচারীরা ঠিক করে বুঝতেও পারেন না, তারা হাঁটছেন গর্তে না সমতলে। দোকানপাটে যাওয়া কষ্টকর হয়ে পড়ে, কেউ কেউ কাঁধে করে শিশুদের রাস্তা পারাপার করাচ্ছে। প্রায় গর্তে পড়ে মোটরসাইকেল, ইজিবাইক ও ভ্যান বিকল হয়ে পড়ে থাকে ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তার কার্পেটিং উঠে গিয়ে জেগে উঠেছে গভীর গর্ত। যশোর ও সাতক্ষীরা জেলার লাখো মানুষ চলাচলের একমাত্র ভরসা এই মহাসড়কটি এখন যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্কুল-কলেজগামী হাজারো শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ নিত্য ঝুঁকি নিয়ে চলাচল করছে।
বাগআঁচড়া কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তিশা খাতুন বলেন,“প্রতিদিন প্রায় ২ কিমি পথ হেঁটে কলেজে যাই। আগে যেখানে ২০ মিনিটে পৌঁছাতাম, এখন সেখানে লাগে এক ঘণ্টা। ক্লাসে মনোযোগ দিতে পারি না। বিশেষ করে পরীক্ষার সময়ে সঠিক সময়ে পৌঁছানো দুঃস্বপ্নের মতো। প্রশাসনের কাছে আমাদের আকুতি—দয়া করে এই সড়কের দিকে নজর দিন।”
কথা হয় ভ্যান চালক হোসেন আলীর সাথে,তিনি বলেন,এখন ঝুঁকি নিয়েই যাত্রী বহন করতে হচ্ছে । গর্তে পড়ে ভ্যান উল্টে প্রতিদিনই কেউ না কেউ আহত হচ্ছে। অথচ সড়ক বিভাগের কেউ নেই দেখার।
বাগআঁচড়া জিরো পয়েন্ট মোড়ের লিওন ফর্মেসীর স্বত্বাধিকারী জিয়াউর রহমান জানান, “বাজারের মূল স্থানে গর্তে জমে থাকা পানিতে গাড়িগুলো একে অপরকে ওভারটেক করতে গিয়ে যানজট তৈরি করছে। হঠাৎ বৃষ্টি হলে রীতিমতো রাস্তায় বসে ভিজে যাচ্ছে পথচারীরা। বহু মোটরসাইকেল উল্টে আহত হয়েছে। ভারী ট্রাকগুলো বিকল হয়ে দীর্ঘ সময় পড়ে থাকে রোডের মাঝখানে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) যশোর এর সহকারী প্রকৌশলী মহাবুব খান জানান, ওই মহাসড়কের বাগআঁচড়া অংশের উন্নয়নে বাজেট অনুমোদন হয়েছে। আবহাওয়া অনুকূলে এলেই দ্রুত সংস্কারকাজ শুরু হবে। জনগণের দুর্ভোগ আমরা বুঝি এবং এটাকে অগ্রাধিকার দিচ্ছি।”