যশোর

শার্শায় মাটিবহনকারী ট্রাক্টর চাপায় ৫ম শ্রেণীর ছাত্র নিহত

নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের শার্শায় মাটি বহনকারি ট্রাক্টরের চাপায় ওমর ফারুক (১০) নামের এক ৫ম শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ মে) সকাল ৮ টার দিকে উপজেলার পুটখালি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক কৃষ্ণপুর গ্রামের আব্দুল্লাহ মন্ডলের ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওমর ফারুক সকালে নানার বাড়ি শিকড়ী থেকে বাইসাইকেল চালিয়ে তার বাড়ী কৃষ্ণপুর গ্রামের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মহিষাডাঙ্গা কালাম দারোগার বাড়ীর সামনে পৌঁছালে গোগার দিক থেকে দ্রুত গতিতে আসা মাটি বহনকারী একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সহকারী পুলিশ সুপার(নাভারন সার্কেল)নিশাত আল নাহিয়ান জানান,ঘটনা জানার সাথে সাথে পুলিশের টিম সেখানে গিয়ে মরদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন।মৃতের পিতা-মাতা থানায় এসেছেন। তারা মামলা করতে চাচ্ছেনা। তবে পুলিশ মামলার পক্ষে। মামলা করলে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

এদিকে ওমর ফারুকের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button