নওগাঁ

আত্রাইয়ে ১৩ টি চোরাই গরু উদ্ধার, গ্রেফতার- ২

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩ টি চোরাই গরু উদ্ধার ও ২জন গরুচোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো আত্রাই উপজেলার দিঘীরপাড় গ্রামের মৃত রওশন আলীর ছেলে ছোটন প্রাং (২৭) ও বগুড়ার কাহালু উপজেলার পিলগঞ্জ গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল গফুর শাহ (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে আত্রাইয়ে গরু চুরি বৃদ্ধি পাওয়ায় পুলিশ প্রশাসন ব্যাপক নজরদারি বৃদ্ধি করে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মধ্যদিয়ে চুরি যাওয়া গরু উদ্ধারে তৎপরতা চালাতে থাকে।

এরই এক পর্যায় গত শনিবার সন্ধ্যায় উপজেলার দিঘীরপাড় গ্রামের ছোটনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার স্বীকারোক্তি অনুযায়ী থানা পুলিশ বগুড়ার কাহালু উপজেলার পিলগঞ্জ গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল গফুর শাহ এর বাড়িতে অভিযান চালিয়ে ১৩ টি চোরাই গরু উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে।

আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন বলেন, উদ্ধারকৃত গরুগুলো থানা হেফাজতে রয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের গতকাল রোববার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button