নওগাঁয় চাঞ্চল্যকর জবাই করে হত্যা মামলায় তিনজন গ্রেফতার


মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে জবাই করে হত্যাসহ আলামত ধ্বংসের উদ্দেশ্যে মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার চাঞ্চল্যকর মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে লাশ বহনে ব্যবহৃত অটো ভ্যান উদ্ধার করেছে পুলিশ।
গতকাল ২৮ জানুয়ারী মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউপির কোতালী গ্রামের গুলজার হোসেনের পুত্র মামুনুর রশিদ, মৃত ইসমাইল হোসেনের পুত্র রুবেল হোসেন ও মৃত আবুল কালাম আজাদের পুত্র রাজু হাসান।
মঙ্গলবার দুপুরে মহাদেবপুর থানার ওসি মোঃ হাশমত আলী এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান, গত ১৫ ডিসেম্বর আসামীগণ রাতের অন্ধকারে একই গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে জাহিদুল ইসলামকে নৃশংস ভাবে জবাই করে হত্যার পর উপজেলার রাইগাঁ ইউপির কালনা-খলিশাকুড়ি পাকা রাস্তায় কালভাটের নিচে পলিথিনে মোড়ানো লাশ রেখে যায়। পরদিন তার স্ত্রী নাছিমা খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপর থেকেই হত্যার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারে মাঠে নামেন পুলিশ।পরে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, থানার ওসি হাশমত আলী, এস আই আসাদুজ্জামানসহ থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি শক্তিশালী টিম গঠন করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে ওইদিন ভোরে অভিযান চালিয়ে আসামীদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।ওসি হাশমত আলী আরো জানান, আসামীরা অত্যন্ত সুকৌশলে
হত্যাকান্ডটি ঘটিয়ে ঘটনাটি অন্যদিকে প্রবাহিত করার জন্য লাশটি পত্নীতলা থানা এলাকা থেকে পাশ্ববর্তী মহাদেবপুর থানা এলাকায় ফেলে যায় এবং আলামত ধ্বংসের উদ্দেশ্যে মৃতের
ব্যবহৃত মোটরসাইকেলটি মহাদেবপুর থানার চেরাগপুর ইউনিয়নের ধনজইল গ্রামের মাঠের মধ্যে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। হত্যাকান্ডের পর লাশ গুম করার কাজে ব্যবহৃত অটো চার্জারটি উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।