কবিতা: বৈশ্বিক পরিবর্তন

0
139

বৈশ্বিক পরিবর্তন
সুদীপ চন্দ্র হালদার

আবহাওয়ার চেনা ধরন যাচ্ছে বদলে,
গড় তাপমাত্রা যাচ্ছে বেড়ে অনবরত,
সমুদ্রের উচ্চতা বৃদ্ধিতে হারাচ্ছে দ্বীপ-উপকূল,
ভারসাম্যহীন হচ্ছে বিশ্ব, উষ্ণায়নের ফল গো!

নির্বিচারে হচ্ছে বন উজাড়, প্রাণবায়ু অক্সিজেন কমছে,
জীবাশ্ম জ্বালানির মাত্রাধিক ব্যবহার, কার্বন ডাই অক্সাইড বাড়ছে,
এসি, ফ্রিজ, কুলারের নির্গত ক্লোরোফ্লুরোকার্বন,
সুরক্ষাকারী সৌরপর্দা দিনে দিনে হচ্ছে ধ্বংস।

শিল্পদানবের ক্রমবর্ধমান করছ বাচাঁর লাগি,
মরণরে তুমি ডাকছ কাছে বুঝছ নাকি!
বিকিরিত তাপশক্তি যাচ্ছে আটকে ভূমন্ডলে,
গ্রীনহাউজের ন্যায় বাড়াচ্ছে উষ্ণতা ভূপৃষ্ঠের সন্নিকটে।

জলবায়ু বিন্যাস হচ্ছে বিরক্ত, ক্ষেপছে প্রকৃতি,
জীবন জীবিকা পড়ছে হুমকির মুখে সর্বত্র,
খাদ্য উৎপাদন হচ্ছে কঠিন, বাড়ছে সংকট পানীয় জলের,
গলছে বরফ সুমেরুতে, বিপদ বাড়ছে জীববৈচিত্র‍্যে।

বিরূপ প্রকৃতি দিচ্ছে প্রতিক্রিয়া নিরন্তর,
অনাবৃষ্টি-অতিবৃষ্টি, ঝড়-তুফান-খরা, নাম না জানা রোগ,
মহামারি-অতিমারি, সবই যে বৈশ্বিক পরিবর্তনের কুফল,
প্রকৃতি দীঘি, তুমি মৎস্য, দীঘি সুস্থ রইলেই যে সুস্থ রবে তুমি!

বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই,
করো বন রক্ষা, সবুজায়নে ঢাকো দেশ,
জৈব জ্বালানির বাড়াও উৎপাদন-ব্যবহার,
নবায়ন যোগ্য সৌর-বায়ু শক্তির করো ব্যবহার।