কবিতা: গ্রীষ্ম

0
232

গ্রীষ্ম
সুদীপ চন্দ্র হালদার

রুক্ষ্ম দু’চোখে খরতাপময় প্রখর শিখা,
সূর্যের জ্বালাময়ী তীরে ধরীত্রির বক্ষ বিদীর্ণ,
রুদ্র ভৈরবের আগুনের ফোয়ারা বিচ্ছুরিত সবখানে,
নিষ্করুণ নিদাঘ উষ্ণতায় তোমার আগমনী, গ্রীষ্ম।

উত্তরায়ণের তেজোময় প্রাণে দেখা মেলে উৎসবের,
গ্রাম নগরের বৈশাখী মেলা আনে তাপশিখায় প্রশান্তি,
জামাইষষ্ঠীর পার্বণে আসে বাঙালি ঘরে আমেজ,
দাবদাহের ছুটিতে পাহাড়-সাগর ভ্রমণে উষ্ণ হৃদয় হয় তৃপ্ত।

প্রাণহীন পাণ্ডুর বিবর্ণতা ভাঙ্গে বাহারী সব ফুলে,
টগর, চাপা, জুঁই, রজনীগন্ধার সুগন্ধ-সৌন্দর্যে মোহিত প্রকৃতি,
মৌনী তাপস গ্রীষ্মে বৈচিত্র‍্য আনে রসময় সব ফলে,
আঙ্গুর-আনারস, জাম-জামরুল, কাঠালের মৌ মৌ গন্ধ যে চারিদিকে।

রাক্ষসী তপ্ত প্রকৃতি শুষে ন্যায় খাল-বিল-প্রান্তর,
জমাট বাঁধে ঘনীভূত হয়ে ঈশানকোণে,
কালবৈশাখী হয়ে ঝরে পড়ে ধরার বুকে,
চাতক পাখির অপেক্ষার প্রহর শেষ হয় বারিধারায়।

আমিও উষ্ণ হৃদয়ে চাতক পাখির মতো চেয়ে থাকি তোমা পানে,
তোমার কালো টিপের মুগ্ধ মায়াতে আমি বদ্ধ,
নীলকন্ঠ আমি, গ্রীষ্মের দাবদাহের ন্যায় তপ্ত হৃদয়,
তোমার কোমল হাতের পরশে করবে কি প্রশান্ত!