কবিতা: মায়াবতী


মায়াবতী
সুদীপ চন্দ্র হালদার
ধূসর গোধূলি লীন হয় সন্ধ্যার মায়াতে,
শুকতারা ফেরে নিজস্ব হাসিতে আকাশের বুকে,
মিটিমিটি ওর হাসিতে কে গো তুমি মায়াবতী,
মায়াবী ওই হাসিতে বুঝি তোমার নিষ্পাপ মুখখানি!
মায়াবতী, নিষ্কলুষ তোমার হৃদয়চুরির ওই চাহনি,
আকাশের মতো উদার তোমার মন,
বারান্দার সুবাতাসে যেন তোমার চুলের সুবাস,
চাঁদের হাসিতে যেন ভেঙ্গে পড়ে তোমার হাসি!
কালো টিপ, নীল শাড়ি, বাতাসে দোলায়িত খোলা চুল,
সাদা মনের হৃদয়কাড়া মুচকি হাসি,
সরলতার প্রতিমাময় হৃদয়পটে আঁকা ছবি,
আজ যেন দখল করেছে অনন্ত আকাশখানি!
সাদামাটা জীবন তোমার, অতি বুদ্ধিদীপ্ত,
সৃষ্টিশীলতার বিকাশে অতি একনিষ্ঠ,
অমাবস্যা রাতেও তুমি যেন পূর্ণচন্দ্রের হাসি,
মায়াবী তোমার আঁখিতে যেন রাজ্যের স্বপ্নবুনি!
পশম তুলার ন্যায় মেঘ ছুটছে নিঃসীম আকাশে,
স্বপ্ন নিয়ে ছুটে যাচ্ছ বুঝি তুমি,
সৃষ্টির কল্যাণে হোক তোমার দূরন্ত গতি,
বটবৃক্ষ নই, ছায়া দিয়ে রইব, প্রীতিবদ্ধ হাতে হাত রেখে রব পাশে!