ধামরাই পূর্ব কায়েতপাড়াস্থ শাইলাটেকী ভদ্রাকালী মন্দির প্রাঙ্গণে নামযজ্ঞ উৎসব অনুষ্ঠিত

0
93

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: বিশ্বের সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় ধামরাই পৌরসভার পূব কায়েতপাড়াস্হ শ্রীশ্রী ভদ্রাকালী মন্দির বাৎসরিক তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন উৎসব কমিটির আয়োজনে চারদিনব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠান্তে মহানামযজ্ঞানুষ্ঠানের শুভ অধিবাস অন্তে অষ্টপ্রহরব্যী হরিনাম সংকীর্তন, অষ্টকালীন লীলাকীর্তন, মহাপ্রভুর ভোগরাগ,প্রসাদ বিতরন,কুঞ্জভঙ্গ, জলকেলি ও মোহন্ত বিদায়ের মধ্য দিয়ে দ্বিতীয়তম বার্ষিক নামযজ্ঞ উৎসব অনুষ্ঠান হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।

১৯শে ফাল্গুন-১৪৩০/৩ মার্চ-২০২৪ রোজ রবিবার সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ করেন বিশিষ্ট ভাগবত পাঠক শ্রী ভজন ভট্টাচার্য (বেতিলা, মানিকগঞ্জ)।

শ্রীমদ্ভাগবত পাঠান্তে মহানামযজ্ঞানুষ্ঠানের শুভ অধিবাস কীর্তন করেন শ্রীশ্রী যশোমাধব সম্প্রদায় (ধামরাই) শুভ অধিবাস অন্তে ২০ ফাল্গুন-১৪৩০ /৪ মার্চ রোজ রবিবার ভোর থেকে অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন অনুষ্ঠান অন্তে ২১ ফাল্গুন-১৪৩০ /৫ মার্চ রোজ মঙ্গলবার ভোর থেকে শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন শুরু হয় দুপুরে মহাপ্রভুর ভোগরাগ অন্তে নরনারায়ণ সেবা ও প্রসাদ বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়।

অষ্টকালীন লীলাকীর্তন উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোহাদ্দেছ হোসেন।

এ’সময় উপস্থিত ছিলেন শাইলাটেকী শ্রীশ্রী ভদ্রাকালী মন্দির বাৎসরিক শ্রীনাম সংকীর্তন ( নামযজ্ঞ) উৎসব কমিটির সভাপতি শ্রী সুব্রত পাল, সাধারণ সম্পাদক শ্রী ভক্ত রাজবংশী,কোষাধ্যক্ষ শ্রী কার্তিক রাজবংশী সহ নামযজ্ঞ উৎসব কমিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও হাজার হাজার ভক্তবৃন্দ।

নামযজ্ঞ উৎসব -২০২৪ অনুষ্ঠানে নামসুধা পরিবেশন করেন (১)শ্রীরাম সুন্দর সম্প্রদায় (পটুয়াখালী) (২)শ্রী ব্রজ বিহারী সম্প্রদায় (নেত্রকোনা),(৩) জয় অনুকূল ঠাকুর সম্প্রদায় (মির্জাপুর), (৪) শ্রী গুরু সম্প্রদায় (দড়গ্রাম,মানিকগঞ্জ) (৫) শ্রীকৃষ্ণ গোপাল সম্প্রদায় (ঢাকা) (৬) শ্রী গুরু সম্প্রদায় (ঘিওর,মানিকগঞ্জ)।

শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন পরিবেশন করেন- শ্রী নিমাই পাল (রাজবাড়ী), শ্রীমতি সুকৃতি মহন্ত (বগুড়া), শ্রী পলাশ সরকার (ফরিদপুর)।

বুধবার (৬ মার্চ) সকালে নগরসংকীর্তন, কুঞ্জভঙ্গ,জলকেলি দধিমঙ্গল ও মোহন্ত বিদায়ের মধ্য দিয়ে এবারের চারদিনব্যাপী নামযজ্ঞ উৎসবের সমাপ্তি হয়।