উপজেলা নির্বাচন: ধামরাইয়ে চেয়ারম্যান পদে ৭ জনের মনোনয়ন জমা

0
105

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ধামরাই উপজেলা পরিষদের নির্বাচন-২০২৪ অনলাইনে ২১ এপ্রিল রবিবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন- চেয়ারম্যান পদে ৭ জন,ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী।

চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন – ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোহাদ্দেস হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ লাল্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী সুধীর চৌধুরী, ধামরাই উপজেলা কৃষক লীগের আহবায়ক ও বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আহাম্মদ হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, জাতীয় পার্টির ধামরাই উপজেলা শাখার সভাপতি মো: সাব্বির হোসেন জনি,ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য আব্দুল লতিফ।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন –

১)সিরাজ উদ্দিন সিরাজ (ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সদস্য হাফিজুর রহমনান হাফিজ, ধামরাই পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শামিনুর রহমান শামিম,গণবিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি জুয়েল রানা ও
ইমরান খান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন –
১)আননিছা লাভলী
২)আফরোজা
৩)খোদেজা
৪)জয়া হোসেন
৫)সুরাইয়া আক্তার

উপরোক্ত প্রার্থীগন অনলাইন মনোনয়নপত্র জমা দিয়েছেন ধামরাই উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৩ এপ্রিল-২০২৪ মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করার তারিখ ২৪- ২৬ এপ্রিল -২০২৪ ,আপিল নিষ্পত্তির তারিখ ২৭ – ২৯ এপ্রিল -২০২৪ ,প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল -২০২৪,প্রতীক বরাদ্দের তারিখ ২ মে – ২০২৪,ভোট গ্রহণেন তারিখ ২১ মে – ২০২৪,ভোট গ্রহণের সময় – সকাল ৮.০০ টা হতে বিকাল ৪.০০ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।